মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নু-ফাইল ছবি
expand
শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নু-ফাইল ছবি

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজের আট দিন পর শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) রাতে ফরিদপুরের ডিগ্রিরচর ইউনিয়নের কবিরপুর চর এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এরআগে,গত ১৬ নভেম্বর (রোববার) দুপুরে সদর উপজেলার হাটশ হরিপুরের গোপীনাথপুর পদ্মা নদীতে ট্রলারের ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন শ্রমিকদল নেতা আন্নু।

পরে ডুবুরি দল ব্যাপক খোজাখুজির পরও তার কোনো সন্ধান মেলেনি।এ ঘটনায় ১৭ নভেম্বর আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তবে আজ রাতে ফরিদপুরের ডিগ্রিরচর ইউনিয়নের কবিরপুর চর এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

দীর্ঘ আট দিন পর অক্ষত অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় বিশেষজ্ঞ মতামত না পাওয়া পর্যন্ত মরদেহের অবস্থান ও অক্ষত থাকার কারণ স্পষ্ট নয়।

নৌ পুলিশ জানায়, অজ্ঞাতনামা এক মুসলিম পুরুষের (বয়স আনুমানিক ৫০) মরদেহ তারা উদ্ধার করে। পর্যাপ্ত আলো না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা সম্ভব হয়নি।

সিআইডি টিমকে অবহিত করা হয়েছে, তারা সকালে এসে তদন্ত কার্যক্রম শুরু করবে।মরদেহের পকেটে একটি টাচফোন পাওয়া গেছে যা পানিতে ভিজে থাকায় অকার্যকর হয়ে গেছে।

ফোন বা সিম সচল করার চেষ্টা চলছে। মরদেহের কোথাও বড় ধরনের আঘাতের চিহ্ন নেই,তবে বাম বগলের নিচে ক্ষতের মতো একটি চিহ্ন দেখা গেছে।বর্তমানে মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে মরদেহটি শ্রমিক দল নেতা আবেদুর রহমান আন্নুর বলে নিশ্চিত করেছে পরিবারের সদস্যরা।

আবেদুর রহমান আন্নু জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। তিনি শহরের পূর্বমজমপুর এলাকার বাসিন্দা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন