

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহিদুল ইসলামের সমর্থকরা সমাবেশ করেছেন।
মঙ্গলবার(৪ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান,পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ত্যাগী ও নির্যাতিত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম গত ১৭ বছর ধরে দলের সব কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে তিনি দলের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তাকে মনোনয়ন না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
তারা আরও বলেন, কুষ্টিয়া-২ আসনে অধ্যাপক শহিদুল ইসলামের বদলে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না এবং অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিও জানানো হয়।
উল্লেখ্য,গতকাল বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়া-২ আসনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
মন্তব্য করুন