বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমির হামজার নেতৃত্বে জামায়াতের বিক্ষোভ মিছিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
কুষ্টিয়ায় আমির হামজার নেতৃত্বে জামায়াতের বিক্ষোভ মিছিল
expand
কুষ্টিয়ায় আমির হামজার নেতৃত্বে জামায়াতের বিক্ষোভ মিছিল

৫ দফা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় আমির হামজার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামি কুষ্টিয়া সদর উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের চৌড়হাস মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা গেটে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের কুষ্টিয়া সদর উপজেলা আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি মাওলানা আমির হামজা, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার। বক্তব্য রাখেন শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসীন আলী, জামায়াতের কুষ্টিয়া জেল সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, জামায়াতের ইবি থানা আমির রফিকুল ইসলাম, কুষ্টিয়া শহর শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, উলামা বিভাগের আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক। মিছিল ও সমাবেশে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা, মিরপুর উপজেলা ও দৌলতপুর উপজেলা জামায়াতের উদ্যোগে পৃথক পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেতৃবৃন্দ দাবি বাস্তবায়নের জোর দাবি তুলে ধরেন।

উল্লেখিত ৫ দফা হলো: ১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. সরকারকে জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন