রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ বিএনপি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
ঐক্যবদ্ধ বিএনপি
expand
ঐক্যবদ্ধ বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর কুষ্টিয়া-৩ সংসদীয় আসনে দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছিল। তবে সেই কোন্দলের অবসান ঘটেছে গতকাল বৃহস্পতিবার।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী জাকির হোসেন সরকার। এই আসনে শক্ত মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। দলীয় প্রার্থী ঘোষণার পর থেকে এই নেতা ও তাঁর অনুসারীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। মনোনয়ন পেতে মাঠে ছিলেন সোচ্চার। মানববন্ধন,বিক্ষোভ মিছিল–সমাবেশসহ নানা কর্মসূচি দিয়েছিলেন। তারপরও তিনি মনোনয়ন পাননি। নির্বাচন করার জন্য মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ পর্যন্ত তিনি জমা দেননি।

এরপর বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে দলীয় মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জেলার শীর্ষ নেতাদের নিয়ে শহরের আলফার মোড় এলাকায় সোহবার উদ্দিনের বাড়িতে যান। সেখানে মতবিনিময় সভা করেন তারা নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে এবং হাত-হাত উচিয়ে ঐক্যের ডাক দেন। এ রকম কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ,সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড.শামিম উল হাসান অপু প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে সোহবার উদ্দিন বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরে নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ধারন করে এই দলকে ভালোবাসি, ধানের শীষ প্রতীককে ভালোবাসি। রাজনীতির মাঠে প্রতিযোগীতা থাকতেই পারে। তবে প্রতিহিংসা যাতে না হয় সে জন্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী না হয়ে সরে দাড়িয়েছি। এবারের নির্বাচনে আমার পক্ষে আমার সমর্থনকারী মনোনয়ন উত্তোলন করেছিলো ঠিকই, কিন্তু আমি ধানের শীষের বাইরে নির্বাচন করতে চাইনি বলে পরবর্তীতে জমা দেওয়া হয় নাই। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিকল্প নেই।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে মাঠে সক্রিয় থাকতে হবে। নির্বাচনী প্রচারণা শুরু হলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম জোরদারের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শিক দল। বিএনপি জন মানুষের দল।

তিনি আরও বলেন, আগামী দিনে কুষ্টিয়ার সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ সকলকে সাথে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নে কাজ করতে চাই। জনগণের পাশে থেকে তাদের সমস্যার কথা শুনে তা সমাধানে কাজ করবো ইনশাআল্লাহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X