শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসে মিললো ইয়াবা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের মিললো ইয়াবা
expand
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের মিললো ইয়াবা

কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজার এলাকায় এইচ আর এন্টারপ্রাইজ নামে মেহেরপুর টু কুষ্টিয়া গামী যাত্রীবাহী বাসের তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৩২ হাজার ৫০০টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল সোমবার(৫ জানুয়ারি) আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটের সময় সীমান্ত এলাকার শেওড়াতলা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ১ হাজার ৪৪০ পিস সিনডিনাফিল ট্যাবলেট আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪৭ হাজার টাকা।

আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য ৩৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার। মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন ষ্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়,কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X