

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক এক সেনা সদস্যের বাড়ি থেকে একটি তাজা মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(০১ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মৃত আসমত উল্লাহর বাড়ি থেকে এ শেলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মর্টার শেলটি উদ্ধারের পর স্থানীয় সেনা ক্যাম্পকে জানানো হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেলটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় এলাকাবাসীকে সতর্ক করতে মাইকিংও করা হয়।
উদ্ধারকৃত মর্টার শেলটির উচ্চতা আনুমানিক ২৪ ইঞ্চি এবং ওজন প্রায় ১৮ কেজি বলে ধারণা করা হচ্ছে।
মর্টার শেল হলো এক ধরনের বিধ্বংসী গোলা। যা মূলত বড় কামান থেকে দূরের কোনো লক্ষ্যবস্তুকে ছিন্নভিন্ন করতে ছোড়া হয়। এই ধরনের গোলা সাধারণ যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়।
দৌলতপুর সেনা ক্যাম্পের সদস্যরা জানিয়েছেন, উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর পাঠানো হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে গিয়ে শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করবে।
তবে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বম্ব ডিসপোজাল ইউনিট যাওয়ার খবর পাওয়া যায়নি।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, উদ্ধার করা মর্টার শেলটি বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। পুলিশ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্তব্য করুন
