বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় কম্বল ও গাঁজা জব্দ

‎কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় কম্বল ও গাঁজা জব্দ
expand
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় কম্বল ও গাঁজা জব্দ

‎কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্তে ভারতীয় ১৭ পিস কম্বল ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবির পৃথক অভিযানে এ সব জব্দকৃত পণ্য ভারতীয় ১৭ পিস কম্বলের বাজার মূল্য ১ লাখ ১০ হাজার ৫০০টাকা ও ভারতীয় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজার বাজার মূল্য ১৬ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

‎বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২ লালমনিরহাট -১৫ ব্যাটালিয়নের অধিন অনন্তপুর ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যা উপজেলার পশ্চিম অনন্তপুর সীমান্ত এলাকায় চোরাকারবারীদের লক্ষ্য করে ধাওয়া দেন। পরে বিজিবির ধাওয়ায় চোরাকারবারিরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় ১৭ পিস কম্বল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। ‎ ‎অপরদিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল নামাটারী সীমান্তে একই সময়ে গোড়কমন্ডল ক্যাম্পের বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করলে তারা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ৪ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। ‎ ‎এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন