শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভা‌গিনার লা‌ঠির আঘা‌তে মামার মৃত্যু

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:২২ এএম
আটক অভিযুক্ত আনিছুর রহমান
expand
আটক অভিযুক্ত আনিছুর রহমান

কুড়িগ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাগিনার লা‌ঠির আঘাতে চি‌কিৎসাধীন অবস্থায় খায়রুল হক (৬৫) না‌মে এক ব‌্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে উপ‌জেলার বজরা ইউনিয়নের টিটামার পাড় এলাকায়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তি‌নি। এ ঘটনায় অভিযুক্ত আনিছুর রহমান (৪৮) কে গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, গত বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপ‌জেলার বজরা ইউনিয়নের টিটামার পাড় এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনিছুর রহমান (৪৮) তার মামা খায়রুল হকের (৬৫) মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন খায়রুল হক। প‌রে স্বজনরা তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ৯টার দিকে মারা যান তি‌নি।

খবর পে‌য়ে বৃহস্প‌তিবার বি‌কে‌লে পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে অভিযুক্ত ভাগিনা আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, বৃহস্প‌তিবার বি‌কে‌লে অভিযুক্ত ভা‌গিনা আনিছুর রহমানকে গ্রেফতার‌ করা হ‌য়ে‌ছে। এ বি‌ষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X