

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নরসুন্দা নদীর ঘাটে বেঁধে রাখা একটি খেয়া নৌকায় দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মোহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে নদীর ঘাটে স্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। সেই সময় মো. আবুল কালামের খেয়া নৌকাটি ঘাটে বাঁধা অবস্থায় ছিল। হঠাৎ কিছু অজ্ঞাত ব্যক্তি নৌকার কাছে গিয়ে আগুন ধরিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই অন্ধকারে মিলিয়ে যায়।
আগুনের দাউ দাউ শিখা দেখে আশপাশের লোকজন চিৎকার করতে শুরু করলে গ্রামের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। কয়েক মিনিটের চেষ্টা-তদবিরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে নৌকার বেশিরভাগ অংশ পুড়ে যায়।
এ সময় কাছেই থাকা তাঁর ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি ছোট নৌকাও আগুনের তাপে আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত নৌকার মালিকরা জানান, দুইটি নৌকা মিলিয়ে প্রায় দুই লক্ষ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে। নৌকাগুলো স্থানীয় যোগাযোগ ও যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় এ ক্ষতি তাদের জীবিকার ওপর সরাসরি প্রভাব ফেলবে বলেও তারা আশঙ্কা করছেন।
নৌকার মালিকরা আরও জানান, সম্প্রতি এলাকায় নদী সংলগ্ন কিছু জায়গা দখল ও আধিপত্য বিস্তার নিয়ে কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল।
সেই বিরোধের জের ধরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ। তবে ঘটনার সময় অন্ধকার ও নির্জনতায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন