

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের উঠান বৈঠকে একাধিক মামলার আসামি ও ইটনা উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রুবেলের উপস্থিতি নিয়ে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ইটনা সদরে জয়সিদ্ধি গ্রামে প্রার্থীর নিজ বাড়ির সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈঠকে আনোয়ার হোসেন রুবেল বিএনপি প্রার্থী ফজলুর রহমানের সঙ্গে একই সারিতে বসেছিলেন। বৈঠকে ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন) উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন রুবেল এলংজুরী ইউনিয়নের বাসিন্দা এবং ইটনা উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে স্থানীয়ভাবে পরিচিত। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলংজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বলেন, আনোয়ার হোসেন রুবেলের বিষয়টি নিয়ে আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অনেক নেতার সঙ্গে কথা বলেছি। এতদিন আওয়ামী লীগ করার পর হঠাৎ করে তিনি কীভাবে বিএনপিতে যুক্ত হন, তা আমাদের বোধগম্য নয়। দলের সুদিনে এসে ঢুকে পড়লেই হবে না। তার নামে মামলা আছে বলেও আমরা জানি, এবং এমন লোককে দলে নেওয়ার পক্ষে আমরা নই।
তবে বিষয়টি নিয়ে ভিন্নমত জানিয়েছেন ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন)। তিনি বলেন, এটি কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান ছিল না। নির্বাচন উপলক্ষে নেতার বাড়ির সামনে সামিয়ানা টাঙানো হয়েছে এবং প্রতিদিন বহু মানুষ আসেন। এত ভিড়ের মধ্যে কে কখন আসে, তা আলাদা করে চেনা কঠিন। আমি সেখানে থাকলেও আওয়ামী লীগ নেতা রুবেলকে দেখিনি। তিনি আদৌ এসেছিলেন কি না, সেটাও নিশ্চিত নই।
এ বিষয়ে আনোয়ার হোসেন রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার নামে কোনো মামলা আছে কি না, তা আমি জানি না। আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য—এ কথাও আমার জানা নেই।
মন্তব্য করুন
