বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াইলে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের তাড়াইলের ধলা ইউনিয়নের তেউরিয়া গ্রামে সোনিয়া (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া ওই গ্রামের তারু খার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে সোনিয়া নিজ বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে বারান্দার রুমের ধর্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্তনপুলিশ কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X