শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাট জেলা এনসিপি সমন্বয়কের পদত্যাগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৭ এএম আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম
এনসিপি জয়পুরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর।
expand
এনসিপি জয়পুরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর।

জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

তিনি জানিয়েছেন, দলের সাম্প্রতিক কার্যক্রম ও নীতিগত অবস্থান জুলাই বিপ্লবের মূল আদর্শের পরিপন্থি হয়ে উঠেছে -এই কারণেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পাঠানো এক লিখিত পদত্যাগপত্রে এ সিদ্ধান্ত জানান।

পত্রে ফিরোজ আলমগীর উল্লেখ করেন, এনসিপির জয়পুরহাট জেলা প্রধান সমন্বয়ক হিসেবে তিনি এতদিন দায়িত্ব পালন করছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের নানা সিদ্ধান্ত, অবস্থান ও কর্মকাণ্ড জুলাই বিপ্লবের চেতনা থেকে সরে যাচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি অভিযোগ করেন, দলে চিহ্নিত আওয়ামী রাজনীতিতে জড়িত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে বা তাদের প্রভাব মেনে নেওয়া হচ্ছে, যা তার নিজস্ব আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এমন পরিস্থিতিতে তিনি হতাশ হয়েছেন বলে উল্লেখ করেন ফিরোজ আলমগীর।

পদত্যাগপত্রে তিনি আরও লেখেন- আমি বিশ্বাস করেছিলাম, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে এনসিপি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি ও নীতি প্রতিষ্ঠা করবে। কিন্তু বর্তমানে দলটি পুরনো ধারার রাজনীতির পথে হাঁটছে, যা আমাকে গভীরভাবে মর্মাহত করেছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এনসিপি যেন আন্দোলনে নিহত শহীদ পরিবার, আহত কর্মী এবং জেলা পর্যায়ের জনমতের পরামর্শকে গুরুত্ব দেয়। কেন্দ্রীয় সিদ্ধান্তনির্ভর রাজনীতি থেকে বেরিয়ে এসে, জনগণের প্রত্যাশা অনুযায়ী দলকে পুনর্গঠনের আহ্বানও জানান তিনি।

ফিরোজ আলমগীর তার বক্তব্যে আরও বলেন, আমি লিখিতভাবে পদত্যাগপত্র পাঠিয়েছি। এনসিপির বর্তমান সিদ্ধান্ত ও কর্মকাণ্ড জুলাই আদর্শ এবং আমার ব্যক্তিগত নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে আমি আর এই দায়িত্বে থাকতে চাই না।

এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মো. ওমর আলী বলেন, ফিরোজ আলমগীরের পদত্যাগের খবর শুনেছি। তবে সোমবার পর্যন্ত তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন