শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি কেন্দ্রীয় কমিটির সংগঠককে অব্যাহতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদ
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি, তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক পদ থেকেও অব্যাহতি পেয়েছেন।

রোববার (১২ অক্টোবর) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত একটি আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। একই দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম স্বাক্ষরিত নোটিশে তার চাকরিচ্যুতি কার্যকর হওয়ার তথ্য প্রকাশ করা হয়।

এনসিপির অব্যাহতির আদেশে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আপনাকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ প্রকাশের মুহূর্ত থেকেই কার্যকর হবে।

সাথে আরও বলা হয়েছে, আপনি কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তা লিখিতভাবে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে।

চাকরিচ্যুতি নোটিশে উল্লেখ করা হয়েছে, মুনতাসির মাহমুদের নিয়োগপত্রের ধারা নং ৭ ও ৮ অনুযায়ী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তার চুক্তিভিত্তিক চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত রোববার (১২ অক্টোবর) দুপুর থেকে কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন