শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে নাসির শাহরিয়ার জাহেদী মহুলকে নিষিদ্ধ ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
প্ল্যা কার্ড
expand
প্ল্যা কার্ড

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) , বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি নাসির শাহরিয়ার জাহেদী মহুল এবং তার ভাই পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র কাইয়ুম শাহরিয়ার হিজলকে ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষণা করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

আজ বিকালে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিক্ষোভ মিছিল শেষে শহরের পায়রা চত্বরে মহুল, তার ভাই হিজল,সাবেক সংসদ সদস্য অপু ও শেখ হাসিনার ছবিতে অগ্নি সংযোগ করেন।

পরে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা ও বাফুফের সহ-সভাপতি মহুল এর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।

উল্লেখ্য জুলাই আন্দোলনের সময় ১৭ই জুলাই, ঝিনাইদহ পৌরসভা থেকে কাইয়ুম শাহরিয়ার হিজলের সহযোগিতায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে৷ এতে বহু ছাত্র হতাহত হয়৷ এছাড়াও ৪ ই অক্টোবর হিজল ও তার ভাই মহুল এর নির্দেশে জেলা বিএনপির অফিসসহ বিএনপি নেতাদের বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘাটে।

ঝিনাইদহে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া পাঁচটি মামলার পলাতক আসামি কাইয়ুম শাহরিয়ার হিজল। অভিযোগ রয়েছে, হিজল ও তার ভাই মহুল ঝিনাইদহে পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আর্থিক সহায়তা দিয়ে আসছেন।

আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন নাসির শাহারিয়ার জাহেদী মুহুল। এর পরই বিক্ষুব্ধ ছাত্রজনতা ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করে মহুলকে ঝিনাইদহে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেন৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন