বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ এএম
শীতের দাপটে কাবু হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন
expand
শীতের দাপটে কাবু হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন

কুয়াশার চাদরে ঢেকে রয়েছে চুয়াডাঙ্গা। সূর্যের দেখা মেলেনি। এ জেলায় শীত জেঁকে বসেছে। দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা।

উত্তর দিক থেকে আসা হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে আরো বাড়িয়ে দিচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

গতকাল ২৩ ডিসেম্বর ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দ্রুত তাপমাত্রা কমার কারনে জন দুর্ভোগ বেড়ে গেছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বিপাকে পড়েছে। জনজীবনে স্থবির হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে।

বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। কুয়াশার কারনে সড়ক গুলোতে যানবাহন হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X