বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ এএম
ছাগল ভারতীয় বিএসএফ নিয়ে যাচ্ছে
expand
ছাগল ভারতীয় বিএসএফ নিয়ে যাচ্ছে

সীমান্তবর্তী এলাকায় ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ সংবলিত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সীমান্তের শূন্যরেখার কাছে একটি ছাগল ভারতীয় বিএসএফ নিয়ে যাচ্ছে এমন দৃশ্য ধারণ করছে স্থানীয় কয়েকজন যুবক। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং হাজারো মানুষ এতে প্রতিক্রিয়া জানান।

ক্যামেরার ঝাপসা ফুটেজে দেখা যায়, ছাগলটি ধীরে ধীরে ভারতীয় অংশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পেছন থেকে ভিডিও করা ব্যক্তি বলছেন আমাদের ছাগলটা এভাবে নিয়ে যাচ্ছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন—ঘটনাটা আমরা চোখের সামনে দেখেছি। ভিডিওটা দেখে সবাই রেগে গেছে। সীমান্তে এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X