শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪২ এএম
ঝালকাঠিতে ৫ শতাধিক সনাতন ধর্মালম্বী নারী পুরুষ বিএনপিতে যোগদান
expand
ঝালকাঠিতে ৫ শতাধিক সনাতন ধর্মালম্বী নারী পুরুষ বিএনপিতে যোগদান

ঝালকাঠিতে ৫ শতাধিক সনাতন ধর্মালম্বী নারী পুরুষ বিএনপিতে যোগদান করেছেন।

রোববার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা জনসাধারণকে অবহিত করণ মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।

এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

এ সময় কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দার, পৌর বিএনপির সহ-সভাপতি বিষ্ণু পদ ধর, জেলা তাতী দলের সভাপতি বাচ্চু হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, বিএনপি চেয়ারপার্সন সকল ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তিনি সকলের অধিকার রক্ষায় সমান গুরুত্ব দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফায় সকল ধর্ম, বর্ণ গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্টভাবে রেইনবো নেশনের কথা উল্লেখ করেছেন।

সনাতন ধর্মাবলম্বীসহ সকলের অধিকার যাতে নিশ্চিত থাকে সে জন্য আমাদেরকে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়, সমল, ধর্ম, বর্ণ গোত্রের সকলে বাংলাদেশি হিসেবে সকলের মর্যাদা সমুন্নত থাকবে এবং সকলে মিলে মিশে আমরা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন