শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম
expand
ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান

দেশে ফেরা সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু সঙ্গত কারণে এখনও হয়তো দেশে ফেরা হয়ে ওঠেনি। তবে সময় তো চলেই এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।

বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আজ সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেইজে সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রচার করা হয়।

নির্বাচনের আগে দেশে ফিরে আসবেন এমন সম্ভাবনা রয়েছে সেটা কি বলা যায়, এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক।

রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর সঙ্গে নির্বাচনের একটি ওতোপ্রোতো সম্পর্ক। কাজেই যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব।

আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে প্রত্যাশিত সেই নির্বাচনে জনগণের পাশে এবং জনগণের সাথেই থাকব।

আপনি না আসার পেছনে আপনার দলের নেতাকর্মীদের কেউ কেউ নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন, আপনি কি কোনাে ধরনের শঙ্কা বোধ করেছেন, এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন ধরনের শঙ্কার কথা আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি।

সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন