

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটি আটক করেছে ঝালকাঠি জেলা পুলিশ। এ সময় লঞ্চটির চারজন কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় অংশ নিয়ে ঝালকাঠি বিএনপির কিছু নেতাকর্মী অ্যাডভেঞ্চার–৯ লঞ্চে করে ফেরার পথে ছিলেন। একই সময়ে ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট–৩ লঞ্চটি বৃহস্পতিবার রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। নদীতে ঘন কুয়াশা থাকায় এ সময় দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, অন্তত ৬ থেকে ৭ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে ঝালকাঠি জেলা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা অবস্থান করছেন।
এ বিষয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এমভি জাকির সম্রাট–৩ এর সঙ্গে সংঘর্ষে জড়িত থাকায় অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটিকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
