

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মোছাঃ সাবিরা সুলতানা মুন্নির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৭(গ) ও ৭(ঙ) বিধি লঙ্ঘনের অভিযোগে এ নোটিশ প্রদান করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, সরজমিনে চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে প্রার্থীর নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত রঙিন ফেস্টুন, ব্যানার ও পোস্টার দেয়ালের সঙ্গে সাঁটানো অবস্থায় দেখা যায়, যা আচরণবিধির পরিপন্থী। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ২৯ জানুয়ারি ২০২৬ বিকাল ৩টা ৩০ মিনিটে যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত অভয়নগর সিভিল জজ আদালতে স্বয়ং অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে শুনানি ছাড়াই বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।
এদিকে নোটিশটি দ্রুত জারি করে জারির প্রতিবেদন দাখিলের জন্য চৌগাছা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন
