

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রামনগর ইউনিয়নের ওয়ার্ড কমিটির সেক্রেটারি সাইফুলের নেতৃত্বে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ: যশোরে গণপিটুনিতে নিহত মানসিক ভারসাম্যহীন যুবকের বিচারের দাবিতে মানববন্ধন
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত শামীম হোসেন (৩৫) মানসিক ভারসাম্যহীন ছিলেন দাবি করে তার হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে অভিযোগ তুলেছে নিহতের পরিবার। এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির ওয়ার্ড কমিটির সেক্রেটারি সাইফুলের নেতৃত্বে স্থানীয় কয়েকজন জড়িত বলে অভিযোগ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গত ১৬ জানুয়ারি ২০২৬ যশোর প্রেসক্লাবের সামনে “সর্বস্তরের এলাকাবাসী” ব্যানারে আয়োজিত মানববন্ধনে নিহত শামীম হোসেনের পিতা ছবদুল বিশ্বাসের নেতৃত্বে এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শামীম হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন। তাকে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, যা একটি নির্মম ও অমানবিক ঘটনা।
নিহতের পিতা ছবদুল বিশ্বাস অভিযোগ করে বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি দাবি করেন, স্থানীয় আরাফাতসহ আরও কয়েকজনের সরাসরি অংশগ্রহণে এবং বিএনপির ওয়ার্ড কমিটির সেক্রেটারি সাইফুলের নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিহত শামীম হোসেন যশোর সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা। ঘটনার দিন তিনি স্থানীয় বাজারে আরাফাত হোসেনের বিকাশ দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে দোকানে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। দোকানদার ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে শামীম হোসেনকে দেখতে পান বলে জানা যায়। পরে দোকানদারের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই শামীম হোসেন মারা যান।
মানববন্ধনে বক্তারা বলেন, মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
মন্তব্য করুন
