

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে এক অসহায় ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুশুল্লী ইউনিয়নের পালাহার গ্রামে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে একই গ্রামের তাহের উদ্দীনের পুত্র তরিকুল তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গেলে আব্দুল মতিন ও তার পুত্র মামুন তাকে জোরপূর্বক ধরে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সুদের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় তারা তরিকুলকে বাড়িতে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করেন।
ঘটনার খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের চাপে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মন্তব্য করুন
