শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে কোপানোর মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় বজলুর রহমান নামে জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত বজলুর রহমান পাথরঘাটা পৌর জামায়াতের আমির। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা-পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।

এছাড়া শুক্রবার রাতে পাথরঘাটার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং জামায়াত ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটার বিএনপি ও জামায়াতের মধ্যে একাধিক মারামারির ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। এসময় মামলায় যারা অভিযুক্ত, তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে। এছাড়া মামলাগুলোতে অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X