শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সভাপতি লালন, সম্পাদক নাদিম

শাবিপ্রবির নেত্রবাঁধন’র নতুন কমিটি

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম
সভাপতি লালন, সম্পাদক নাদিম
expand
সভাপতি লালন, সম্পাদক নাদিম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেত্রকোনা জেলা স্টুডেন্ট এসোসিয়েশন ‘নেত্রবাঁধন’-এর ২০২৬ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী লালন মিয়া ও সাধারণ সম্পাদক বাংলা বিভাগের শিক্ষার্থী মো. নাদিম মনোনীত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সংগঠনের পক্ষ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি শরীফ মাহমুদ, নাঈম আহমেদ, হৃদয় মিয়া, নুর নবী, মুন্না,ও উর্মি। সহ সাধারণ সম্পাদক পদে আছেন মাশরাফি আর শাওন, সাকিবুল সৌরভ, পান্না আক্তার, ইউসুফ, হৃদয়, লাকি, মুসা, ইলিয়াস, লরিন ও তাকবির।

এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে রয়েছেন তামান মিয়া, বাপ্পি সরকার, রাকিব, বনশ্রী, সাইফুল্লাহ, রবিন, কাউসার, আরিফ, সূর্যি, ফাল্গুনী, হিরা মনি ও শিমু ও সহ-অর্গানাইজিং সেক্রেটারি পদে রয়েছেন শফিকুল, সুমি, দিপ্ত বেগ, অন্তর, তন্ময় জুবায়ের, ঐশী, সামিউল, শান্ত ও তানিয়া। কোষাধ্যক্ষ আল-আমিন, সহ-কোষাধ্যক্ষ তৌফিক, ঈশিকা, শাকিব খান, আকাশ এবং ঐশী রানি।

অফিস সেক্রেটারি আকিব বাঙালি, সহ-অফিস সেক্রেটারি মাহিন, মাকসুদুল বাহার, সাকিব আস সামি, জুবায়ের ও মুক্তা রাণী দাস। স্পোর্টস সেক্রেটারি জুটন সরকার, সহ-স্পোর্টস সেক্রেটারি হানিফ, ইসরাত, ভবনজয় ও সান, সাংস্কৃতিক সম্পাদক বন্যা সরকার, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রান্ত, লিমন ও পাপন রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X