রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পবিত্র রমজান মাসকে ঘিরে যারা ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের জন্য বাড়ছে দুশ্চিন্তা। সময় যত গড়াচ্ছে, ওমরাহ প্যাকেজের খরচ ততই বাড়ছে।

ট্যুর অপারেটররা আশঙ্কা প্রকাশ করেছেন, এখনই বুকিং নিশ্চিত না করলে রমজান শুরুর আগেই ওমরাহর ব্যয় দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং হোটেল ভাড়ার অস্বাভাবিক ঊর্ধ্বগতিই এই পরিস্থিতির মূল কারণ।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, রমজান মাসে মক্কা ও মদিনায় একসঙ্গে লাখ লাখ মুসল্লি ওমরাহ পালনে আগ্রহী হওয়ায় চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে যায়, যার সরাসরি প্রভাব পড়ে খরচের ওপর।

ওমরাহ অপারেটরদের তথ্য অনুযায়ী, বর্তমানে বাসে ওমরাহ প্যাকেজের খরচ প্রায় এক হাজার ২০০ দিরহাম।

তবে আগামী কয়েক দিনের মধ্যেই তা বেড়ে ১ হাজার ৪০০ দিরহাম হতে পারে। রমজান যত ঘনিয়ে আসবে, এই ব্যয় দুই হাজার দিরহামেরও বেশি হয়ে যাবে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, অনেকেই শেষ মুহূর্তে সস্তা প্যাকেজের আশায় বুকিং পিছিয়ে দেন, কিন্তু রমজানের মতো ব্যস্ত সময়ে আসন ও হোটেল সীমিত হয়ে পড়ায় উল্টো বেশি দাম গুনতে হয়।

এদিকে, বর্তমানে বিমানযাত্রাসহ ওমরাহ প্যাকেজ শুরু হচ্ছে প্রায় ৩ হাজার ৫০০ দিরহাম থেকে। তবে রমজান শুরু হলে এই প্যাকেজের দাম ৫ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে রমজানের শেষ দশকে খরচ সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ট্যুর অপারেটররা।

বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজের টিকিটের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও হোটেলভাড়াই ব্যয় বৃদ্ধির প্রধান কারণ।

হারামের হাঁটা দূরত্বে থাকা হোটেলগুলোর ভাড়া রমজানে দ্বিগুণ এবং শেষ ১০ দিনে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।

অন্যদিকে, হজের প্রস্তুতির কারণে ওমরাহ ভিসার সময়সীমাও গুরুত্বপূর্ণ। আগামী ১৭ মার্চের পর ওমরাহ ভিসা আবেদন বন্ধ হবে এবং ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার বাধ্যবাধকতাও রয়েছে। তাই খরচ ও সময়-দুটো বিষয় মাথায় রেখে জলদি পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X