

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের দলে যোগ দেওয়ার খবর ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৯ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহ ইফতেখার শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে বলেছেন, বেশকিছু নিউজ পোর্টালে ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নং ওয়ার্ড (দাসেরকান্দি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিসহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন মর্মে প্রকাশিত সংবাদটি বানোয়াট, সর্বৈব মিথ্যা এবং হীন উদ্দেশ্যপ্রণোদিত।
আমি দৃঢ়তার সাথে বলছি, একটি বিশেষ দলের পক্ষ থেকে পরিবেশিত বানোয়াট সংবাদ যাচাইবিহীন ভাবে প্রকাশ করা দায়িত্বশীল সংবাদমাধ্যমে কাছ থেকে প্রত্যাশিত নয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা মিডিয়ার কাছ থেকে আরো সচেতন ও দক্ষতা প্রত্যাশা করি। মূলধারার দায়িত্বশীল কোন সংবাদমাধ্যমের যাচাই-বাছাই না করে, ক্রসচেক না করে সংবাদ প্রচার করা উচিৎ নয়। এতে করে সাধারণ মানুষ মূলধারার সংবাদমাধ্যমের ওপরে আস্থা হারিয়ে ফেলবে। সংবাদমাধ্যম কর্তৃপক্ষকে বলবো, এই সংবাদ প্রত্যাহার করে নিন।
তিন আরও বলেন, যে দল এসব অপতথ্য ছড়াচ্ছে, তারা মিথ্যা নাটক সাজিয়ে দিয়ে কিভাবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবে, তা আমাদের বোধগম্য নয়। মিথ্যা প্রচারকারী দল কখনও দেশ ও জাতির কল্যাণকামী নয়।
মন্তব্য করুন
