

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতদুষ্ট আচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে ইসি ভবন অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।
রোববার ইসি ভবনের সামনে অবস্থান নিয়ে সংগঠনটির সভাপতি রকিবুল ইসলাম বলেন, ‘আমাদের দাবি আদায় না হলে, আমাদের কথা কর্ণপাত না করলে সারারাত ইসি ভবন ঘেরাও করে রাখবো।’
এ সময় তিনি আরও বলেন, ‘আগামী ২২ জানুয়ারি থেকে ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারে নামবে ছাত্রদল। অবশ্যই জাতীয়তাবাদী দল বিজয় লাভ করবে।
একটি বিশেষ রাজনৈতিক দল আছে, যাদের বিগত বছরগুলোতে সচিবালয়ে, ইসিতে অবাধ প্রবেশ ছিলো, আমাদের সতর্ক থাকতে হবে। যদি কেউ জাতীয় সংসদ নির্বাচন নসাৎ করতে চায় তাদের দাঁতভাঙা জবাব দেবো। আগামী ১২ তারিখের নির্বাচনে ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে।’
এর আগে তিনটি অভিযোগ তুলে এদিন সকাল সাড়ে ১০টা থেকেই নির্বাচন কমিশন ভবনের সামনের রাস্তায় সংগঠনটির বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হতে শুরু করেন।
ছাত্রদলের ৩ অভিযোগ হচ্ছে-
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
মন্তব্য করুন
