রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেশাগ্রস্ত স্বামীর নির্যাতনে যশোরে নারী আইনজীবী হাসপাতালে 

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম
আইনজীবী অনিকা সরকার
expand
আইনজীবী অনিকা সরকার

ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, আর বিয়ের পরই নেশাগ্রস্ত স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন এক নারী আইনজীবী। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী আইনজীবীর নাম অনিকা সরকার (২৭)। তিনি যশোর কোর্টের একজন অ্যাডভোকেট।

আহত অনিকা সরকার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তার পিতা আব্দুল আজিজ সরকার। অভিযুক্ত স্বামী আসাদুজ্জামান (৩০), পিতা লিয়াকত আলী মোড়ল, সাং মোর্শেমনগর, থানা মনিরামপুর, জেলা যশোর।

পারিবারিক সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে যশোরে এসে আসাদুজ্জামানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিকা সরকার। পরে তারা যশোর শহরের পুলেরহাট কিশোর কারাগারের পাশের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে নিজ বাসার ভেতরে কথা কাটাকাটির একপর্যায়ে আসাদুজ্জামান কিল-ঘুষি ও লাঠি দিয়ে অনিকার শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এতে গুরুতর আহত হন তিনি।

নির্যাতন সহ্য করতে না পেরে অনিকা সরকার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে ঘটনাস্থলে দুইজন পুলিশ সদস্য গিয়ে তাকে উদ্ধার করেন। রিকশাযোগে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। রিকশাচালকই তাকে হাসপাতালে নিয়ে আসেন বলে জানা গেছে।

বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল ঘোষ জানান, অনিকা সরকারের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বামী আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদকাসক্ত এবং প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।

এ ঘটনায় উকিল বাবের সাধারণ সম্পাদক এম.এ. গফুর বলেন, “অনিকা সরকার আমাদের সম্মানিত সদস্য। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X