

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শুক্রবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। সকালে জেলায় তাপমাত্রা নেমে আসে ৮ ডিগ্রি সেলসিয়াসে।
এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ায় শীতের প্রকোপ আরও বেড়েছে। কুয়াশা ও হিমেল উত্তুরে হাওয়ার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদের স্বাভাবিক জীবনযাত্রা।
ভোর থেকে কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে মানুষজন ঘর থেকে বের হতে পারেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললে তাপমাত্রা কিছুটা বাড়ে এবং দুপুর ১২টার দিকে সহনীয় পর্যায়ে আসে। তখন থেকেই যশোরের বিভিন্ন কাঁচাবাজারে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
যশোর বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিস্থ আবহাওয়া অফিস জানায়, পৌষ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া মৃদু শৈত্যপ্রবাহ বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, যশোরসহ চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারাদেশেই ঠান্ডার অনুভূতি কিছুদিন বজায় থাকতে পারে।
মন্তব্য করুন
