শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
কুয়াশা
expand
কুয়াশা

আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় শীত ও কুয়াশার দাপট বজায় থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে। এতে সড়ক, নৌ ও আকাশপথে চলাচলে সাময়িক প্রতিবন্ধকতা দেখা দিতে পারে।

একই সঙ্গে বর্তমানে কয়েকটি জেলায় বইতে থাকা মৃদু শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে এবং ধীরে ধীরে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ব্যাপক কুয়াশা পড়তে পারে, যা কোনো কোনো এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী থাকতে পারে। এ কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে। বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে, যা কিছু এলাকায় কমতে পারে। এদিন রাতে তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও হতে পারে।

দ্বিতীয় দিন শনিবারেও একই ধরনের শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। অনেক অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে। এসময়ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে।

রোববার (তৃতীয় দিন) থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। এ সময়ে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

চতুর্থ ও পঞ্চম দিনেও একই আবহাওয়া বিরাজ করতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী এলাকায় কুয়াশা পড়তে পারে এবং পঞ্চম দিনে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সামগ্রিক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে দেশে শীত আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X