বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের মনে কষ্ট দিলে বিএনপি করার অধিকার থাকবে না: অমিত

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
অনিন্দ্য ইসলাম অমিত
expand
অনিন্দ্য ইসলাম অমিত

মহান বিজয় দিবস উপলক্ষে যশোর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে ভৈরব নদে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি স্পষ্ট করে বলেন, আমার দলের কোনো নেতাকর্মীর আচরণ বা কথায় যদি সাধারণ মানুষ কষ্ট পায়, তাহলে বুঝতে হবে সে শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে না। এমন কেউ আগামী দিনে বিএনপি করার অধিকার পাবে না।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে যশোর সদর উপজেলার বিরামপুর এলাকায় ভৈরব নদে সিলভারকাপ, রুই, মৃগেল ও তেলাপিয়াসহ মোট ২ মন ৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

জেলা মৎস্যজীবী দলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে অমিত বলেন, বিগত ১৮ বছরে জনগণের অধিকারের কথা বলতে গিয়ে শুধু যশোর জেলাতেই বিএনপির ৬৮ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। শত নির্যাতন ও দমন-পীড়ন সহ্য করেও বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল দর্শন ছিল জনগণের সেবা। সেই আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের আচরণে শালীনতা ও মানবিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে যশোর জেলা বিএনপির মহান বিজয় দিবস উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X