শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ভেজাল সার কারখানায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
ভেজাল সার কারখানায় অভিযান
expand
ভেজাল সার কারখানায় অভিযান

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকার পাড়ায় দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত একটি ভেজাল দস্তা সার কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে কারখানার মালিক ইকরামুল খন্দকারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় চার লাখ টাকা মূল্যের ভেজাল সার ও কাঁচামাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, কারখানাটিতে মাটি, চুন, চক পাউডার ও টাইলসের ডাস্ট মিশিয়ে দানাদার দস্তা সার তৈরি করা হচ্ছিল। পরে এসব ভেজাল সার ঢাকার ঠিকানা সংবলিত বিভিন্ন নামী কোম্পানির মোড়কে ভরে বাজারজাত করা হতো। প্রতিটি প্যাকেট ২২০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। প্রায় নয় মাস ধরে অত্যন্ত গোপনে এই অবৈধ কার্যক্রম চলছিল।

অভিযানকালে কারখানার ভেতর বিপুল পরিমাণ কাঁচামাল ও প্রস্তুত ভেজাল সার পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম এসব মালামাল ধ্বংস করে কারখানাটি সিলগালা করে দেয়।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর এবং কৃষি উৎপাদনে বড় ধরনের ক্ষতি ডেকে আনে। এ ধরনের প্রতারণা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X