বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইয়াবাসহ আটক কৃষকদলের নেতা বহিষ্কার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেওয়ানগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা
expand
দেওয়ানগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি লিটন আকতার (৩৮) ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে পাঁচ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত ওসি নাজমুল হক সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল নেশাদ্রব্যসহ লিটন আকতারকে আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে লিটন আকতারকে কৃষকদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে।

সচেতন মহল বলছে, মাদকবিরোধী অভিযান ত্বরান্বিত করতে এমন উদ্যোগ নিয়মিত হলে এলাকায় মাদকের নেটওয়ার্ক ভেঙে ফেলা আরো সহজ হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন