শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন আহ্বায়ক সাংবাদিক মিরাজুল

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
জাবিপ্রবি
expand
জাবিপ্রবি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশন-এর নতুন অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. মিরাজুল ইসলাম। সদস্যসচিব নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী নিরব হোসাইন।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—মো. বেলাল হোসাইন (সমাজকর্ম), মো. এমামুল (ব্যবস্থাপনা), মো. রবিউল ইসলাম (সিএসই), শারমিন খাতুন (ব্যবস্থাপনা), তানভীর সিদ্দিক (সমাজকর্ম), সানজিদা মিম (ফিসারিজ), আল-বেরুনী (সমাজকর্ম) ও ফারজানা ইসলাম নাসরিন (সিএসই)।

যুগ্ম সদস্যসচিব পদে মনোনীত হয়েছেন—মনির আহমেদ (সিএসই), মো. জাকিরুল ইসলাম (ইইই), মো. মোস্তাকিম বিল্লাহ নুর (ফিসারিজ), হাজ্জাজ বিন-ইউসুফ (গণিত), উম্মে হাবিবা (ফিসারিজ), আব্দুল্লাহ আল-সামি (ইইই) এবং গুলজার-ই-মোস্তফা (সিএসই)।

এছাড়া সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন—মুরসালিন (গণিত), রিমা, ইফাত রনি, শাকিল ও আতিক (সমাজকর্ম) এবং ফাহিম ফয়সাল অর্ণব (গণিত)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে—মো. ফিরোজ আহমেদ (ইইই), ইসতিয়াক (গণিত), সাবরিনা সুলতানা প্রিয়া (ব্যবস্থাপনা), মো. কাওসার আহমেদ (সিএসই), মো. জুয়েল রানা (ভূতত্ত্ব), আবিদা সুলতানা (সমাজকর্ম), মানতাসা প্রকৃতি (সিএসই), আফরিন জামান প্রহর (ইইই), জিয়াদ হোসাইন (ইইই), নাজমুল হক (ফিসারিজ), মওদুদ আহমেদ (জিওলজি), নাহিদ হাসান নিরব (সিএসই) ও মোছা. সাদিয়া ইসলাম সাফা (সিএসই)।

নবনির্বাচিত আহ্বায়ক মো. মিরাজুল ইসলাম বলেন, “সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের পাশাপাশি রাজশাহী বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করাই আমাদের প্রধান উদ্দেশ্য। খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনে উদ্যোগ নেওয়া হবে।”

সদস্য সচিব নিরব হোসাইন বলেন, “ক্যাম্পাসে রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সহমর্মিতা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতেই এই সংগঠন কাজ করবে।”

নবগঠিত এই কমিটির মাধ্যমে জাবিপ্রবিতে রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X