রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
বিজিবির সংবাদ সম্মেলন
expand
বিজিবির সংবাদ সম্মেলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে হবিগঞ্জ জেলায় ১৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার ৯টি উপজেলায় ইতোমধ্যে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে বেইজক্যাম্প।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ও অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, “মানুষ যেন নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—এটাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, এসব কার্যক্রম বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিজিবি। ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি উপজেলার ভোটকেন্দ্র সরেজমিন পরিদর্শন সম্পন্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X