শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে ১০ দলীয় জোটের প্রচারণায় বাধা সংঘর্ষ, আহত ৭

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম
হামলায় আহত
expand
হামলায় আহত

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের জগতপুর গ্রামে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র নেতা নবীর হোসেন হৃদয়ের নেতৃত্বে হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরীর পক্ষে প্রচারণা শুরু করা হয়। এ সময় যুবলীগ নেতা সিতারের নেতৃত্বে একদল লোক প্রচারণায় বাধা প্রদান করে।

ঘটনার পর স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। নবীর হোসেন হৃদয় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শেয়ার করেছেন।

এর জের ধরে সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে যুবলীগ নেতা সিতারের নেতৃত্বে পুনরায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এতে আসাবউদ্দিন ও কামাল উদ্দিন নামে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেটে প্রেরণ করেন।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন সর্বাত্মক ভূমিকা পালন করছে।”

অন্যদিকে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এটি নির্বাচনী বিষয় নয়, বরং ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X