রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে ধান রোপন নিয়ে সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
সংঘর্ষ
expand
সংঘর্ষ

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বালিদারা ফরিদপুর গ্রামে ধান রোপনকে কেন্দ্র করে সংঘর্ষে ইরাজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বুল্লা ইউনিয়নের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামে আলাল মেম্বার ও সাহাব উদ্দীন মেম্বারের অনুসারীদের মধ্যে ধান রোপন নিয়ে বিরোধের জেরে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন ইরাজ মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইরাজ মিয়া বালিদারা ফরিদপুর গ্রামের বাসিন্দা ও হযরত আলীর পুত্র।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X