

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বাহুবলে অপারেশন ডেভিল হান্ট পেজ-২ সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগের সভাপতি ফেরদৌস আলম (৪৯) ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাহুবল মডেল থানা পুলিশের নেতৃত্বে অপারেশন ডেভিল হান্ট পেজ-২ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফেরদৌস আলম উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি স্বস্হিপুর গ্রামের হাফেজ আজিজুর রহমানের ছেলে। গ্রেপ্তারকৃত লিটন মিয়া উপজেলার ৭ নং ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি পুকুরপাড় গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানা পুলিশ প্রতিনিয়ত মাদক, সন্ত্রাসী, জুয়া, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।
বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অধিকতর উন্নত করার লক্ষ্যে এ অভিযান পরিচালান করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, বাহুবলের আইনশৃঙ্খলা ভালো রাখতে ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
