রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে আ. লীগ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০২ এএম
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী সড়কে গাছ ফেলে অবরোধ করে
expand
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী সড়কে গাছ ফেলে অবরোধ করে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গভীর রাতে ঢাকা–খুলনা মহাসড়কে গাছ কেটে ফেলে সড়ক অবরোধের উদ্যোগ নেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী।

রবিবার (১৬ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে গোপালপুর বাজারের কাছাকাছি এ ঘটনা ঘটে।

এতে সড়কের দুই পাশে যানচলাচল থেমে যায় এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান, হঠাৎ করে সড়কে ফেলে রাখা বড় গাছের কারণে মহাসড়ক বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে পথ স্বাভাবিক করে দেন।

তিনি আরও বলেন, কারা এ কাজ করেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন