

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের কালিয়াকৈরে ভুল চিকিৎসায় পিংকি মালো নামের এক প্রসূতি মায়ের মর্মান্তিক মৃত্যু এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে প্রশাসনিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিতর্কিত ও অবৈধ ‘দেওয়ান ডিজিটাল হাসপাতাল’।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমানের নির্দেশে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে হাসপাতালটি সিলগালা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া মুনমুন।
জানা যায়, দীর্ঘদিন ধরেই প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই কলেজ রোডের একটি ভবনে হাসপাতালটি পরিচালনা করে আসছিল কর্তৃপক্ষ। চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যু এবং নীতিমালা ভঙ্গের অভিযোগেও আগে থেকেই সমালোচনার মুখে ছিল প্রতিষ্ঠানটি।
সর্বশেষ গত সপ্তাহে বোয়ালী ইউনিয়নের মাঝিপাড়ার পিন্টু মালোর মেয়ে পিংকি মালো প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তড়িঘড়ি করে অস্ত্রোপচার করা হয়। পরে রোগীর অবস্থা গুরুতর হলে দায় এড়াতে তাকে অন্যত্র নেওয়ার নির্দেশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার আগেই প্রসূতি মায়ের মৃত্যু হয়।
পরিবারের দাবি—ভুল চিকিৎসার কারণেই পিংকির মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এ বিষয়ে গত ১৪ নভেম্বর দৈনিক সংবাদে “কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি গাজীপুরের সিভিল সার্জন ও উপজেলা প্রশাসনের নজরে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ বলেন, “সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয়। পরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে দেওয়ান ডিজিটাল হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে।”
এদিকে এলাকাবাসী অভিযোগকারী পরিবারকে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন