

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত বছরের জুলাই–আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিকেলে টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচারিত এ রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার পরপরই গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি নেতাকর্মীদের মধ্যে দৃশ্যমান আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
রায় শোনার মুহূর্তেই কোনাবাড়ীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে কোনাবাড় আসতে থাকেন। কয়েক মিনিটের মধ্যেই সেখানে ভিড় বেড়ে যায়, শুরু হয় তাৎক্ষণিক আনন্দ মিছিল।মিছিলটি কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে কোনাবাড়ি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পুরো রাস্তা জুড়ে ‘গণমানুষের রায়ের বিজয়’, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার দিন’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।
মিছিলের অগ্রভাগে ছিলেন থানা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। পথে পথেই সাধারণ মানুষ ও দোকানিদের কৌতূহল বাড়তে থাকে। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন, কেউ কেউ মিছিলে সাময়িকভাবে অংশ নেন। এলাকাজুড়ে একধরনের উৎসবমুখরতা তৈরি হয়। মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। শিশু থেকে বৃদ্ধ—অনেকে মিষ্টি নিয়ে আনন্দ ভাগাভাগি করেন। বিএনপি নেতাদের দাবি, আদালতের এই রায় “অতীতের অন্যায়ের বিচার ও গণআন্দোলনের সফলতার প্রতিফলন”।
এ সময় উপস্থিত ছিলেন,রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, কোনাবাড়ী থানা বিএনপি,মো. রেজাউল করিম মাস্টার, সহ-সভাপতি,সেলিম সরকার, সহ-১সভাপতি,আজিজুল ইসলাম, সদস্য সচিব, কোনাবাড়ী থানা যুবদল,মামুনুর রশীদ মামুন, দপ্তর সম্পাদক, কোনাবাড়ী থানা বিএনপি।
নেতারা বলেন, রায় ন্যায়বিচারের নতুন দিগন্ত খুলে দিয়েছে এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তারা আরও দাবি করেন যে, এই রায় দেশব্যাপী রাজনৈতিক পরিবর্তনের সূচনা করবে।
মন্তব্য করুন