

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮ টার সময় মহানগরীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান,খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন,এ ঘটনায় কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রতক্ষ্যদর্শী বাবুল হোসেন জানান, আমরা পাশেই দাঁড়ানো ছিলাম হঠাৎ দেখি বাসের ইঞ্জিনে আগুন লেগেছে। বাসের ভিতরে দশজনের মতো যাত্রী ছিলো তারা সবাই নিরাপদে নেমে যায়। পরে ফয়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ড্রাইভার হেলপারকে পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি আগুন লেগে ভিতরে পুরে যায়। তিনি বলেন,বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিলো। পরে হারিকেন এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন লাগে।
মন্তব্য করুন