

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান মৃত্যু পর প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের কোন গাফিলতি নেই বলে জানিয়েছেন সহকারি কারা মহাপরিদর্শক মোঃ জান্নাত-উল ফরহাদ।
রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন, সহকারি কারা মহাপরিদর্শক।
তিনি বলেন, প্যারোল সাধারণত কারা কর্তৃপক্ষ দেখে না।প্যারোল বাস্তবায়নের দায়িত্বটা পালন করে শুধু কারা কর্তৃপক্ষ । তিনটা পার্টের মধ্যে আমরা একটা পার্ট ৷ মূলত প্যারোল দেয় জেলা মাজিস্ট্রেট, এটা তার এখতিয়ার। আমাদের কাছে প্যারোলের আদেশ আসলে, ওই আদেশের একটা অংশ হিসাবে বন্দীকে সংশ্লিষ্ট পুলিশের হাতে হস্তান্তর করি৷ প্যারোলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, ওই সময় অতিবাহিত হলে পুলিশ ওই বন্দীকে আবার আমাদের কাছে হস্তান্তর করে।
তিনি আরও বলেন, সাদ্দামের ক্ষেত্রে তার পরিবার বা আত্মীয়স্বজন প্যারোলের জন্য আবেদন করেছে কিনা এবিষয়টি কারা কতৃপক্ষের জানার সুযোগ নেই। তবে আমাদের কাছে যখন তারা লাশটা দেখাতে সুযোগ দিবো কিনা জানতে চায়, তখন আমরা মানবিক দিক বিবেচনা করে সাক্ষাৎ করার ব্যবস্থা করি৷ এক্ষেত্রে প্যারোলের বিষয়ে আমাদের সংশ্লিষ্টতা নেই। বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি এবং জেলা ম্যাজিস্ট্রেট আমাদের একটি পত্র দিয়েছে। এছাড়াও একটি প্রেস বিজ্ঞপ্তিতে দেখেছি সেখানেও তিনি বলেছেন প্যারলের জন্য কেউ আবেদন করেনি। কাজেই কারা কর্তৃপক্ষের কোন গাফিলতি বা কাজের প্রতি কোন অনিহা নেই। বরঞ্চ মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি৷
এর আগে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র পাঁচ মিনিট স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছায়।
জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে উদ্ধার করা হয় তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ।
মন্তব্য করুন
