

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শুরু হয়েছে ভোটযাত্রা। দিন কয়েক বাদেই জাতীয় সংসদ নির্বাচন। আনুষ্ঠানিক প্রচারণাও চলছে দিন তিনেক আগে থেকে।
তবে এখনও জোট বাধা নিয়ে নানা সমীকরণ বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে। নতুন নতুন খবর প্রতিমুহূর্তে। এরইমধ্যে একটি আলোচনা ঘুরছে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যমেও। এর মধ্যে গুঞ্জন রটেছে যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না জামায়াত জোটে যোগ দিচ্ছে।
জামায়াত জোটে যোগ দেয়ার বিষয়ে সাংবাদিকদের মাহমুদুর রহমান মান্নার বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার ব্যাপারে এরকম কোনো আলোচনা হয়নি। আমি নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমার এলাকায় ভোটের কাজ করছি। আমার এলাকায় এখানে প্রতিদ্বন্দ্বী হলো জামায়াতে ইসলামী।
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ভোটের সময় অনেক রিউমার ছড়াবেই। এরকম কত রিউমারইতো ভোটের সময় ছড়ায়। এগুলো কিছু না।
উল্লেখ্য, বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করছেন মান্না। এরমধ্যে বগুড়া-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান এবং ঢাকা-১৮ আসনে জামায়াতের জোট সঙ্গী এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব।
এরআগে গত বুধবার আসন সমঝোতা না হওয়ায় বিএনপির জোট থেকে সরে আসার কথা জানায় নাগরিক ঐক্য।
মন্তব্য করুন

