সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণা শুরুর পর গুগল সার্চে এগিয়ে কোন দল?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।

এ বছর নির্বাচনকে সামনে রেখে অফলাইনের পাশাপাশি জোর প্রচারণা চলছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা বিভিন্ন দলের বিষয়ে জানতে সার্চ করে থাকে গুগলে। মনে কোনও প্রশ্ন জমা হলে বা কিছু অনুসন্ধান করতে ভরসা গুগল। এক ক্লিকেই হাতের মুঠোয় চলে আসে সব।

কোনও দেশের মানুষ ইন্টারনেটে কোন জিনিস নিয়ে সবচেয়ে বেশি খোঁজখবর চালাচ্ছেন, তা জানতে ‘গুগল ট্রেন্ডস’ ব্যবহার করা হয়। গুগল ট্রেন্ডসের বিচারে একটি শব্দ যত বেশি খোঁজা হবে, ততই সেটি ট্রেন্ডিং তালিকার ওপরের দিকে স্থান পাবে।

সেই ট্রেন্ডে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী প্রচারণা শুরুর (২২ জানুয়ারি) পর থেকে আজ সোমবার (২৬ জানুয়ারি) পর্যন্ত কোনটি এগিয়ে আছ?

গুগল ট্রেন্ডসে বাংলাদেশ থেকে সার্চ করা চারটি রাজনৈতিক দলের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, islami andolon, islami andolan bangladesh, হাতপাখা, চরমোনাই ইত্যাদি কিওয়ার্ড লিখে ব্যবহারকারীরা সার্চ করেছেন গুগলে। এই সময়ের মধ্যে গুগল ট্রেন্ডসে দলটির প্রতি অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৪ শতাংশ ব্যবহারকারীর।

তৃতীয় অবস্থানে গুগল ট্রেন্ডসে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ncp, এনসিপি, ncp bangladesh, ncp full form, ncp logo, ncp candidates, জাতীয় নাগরিক পাটি ইত্যাদি কিওয়ার্ড ব্যবহার করে গুগলে দলটির বিষয়ে খোঁজা হয়েছে। দলটির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ১১ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গুগলে জামাত, জামায়াতের, jamaat, জামায়াতে ইসলামী, jamaat islami, jamaat e islami ইত্যাদি কিওয়ার্ড দিয়ে সার্চ করেছেন ব্যবহারকারীরা। গুগল ট্রেন্ডসে জামায়াতে ইসলামীর অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৪৫ শতাংশ।

গুগল ট্রেন্ডসে বাংলাদেশ থেকে সার্চ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বিএনপি, bnp, বিএনপির, বি এন পি, তারেক রহমান, bnp bangladesh, বিএনপি জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ আরও অন্যান্য কিওয়ার্ড ব্যবহার করে দলটি নিয়ে সার্চ করা হয় গুগলে। এ সময়ের মধ্যে গুগল সার্চে বিএনপির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৬৭ শতাংশ।

অন্যদিকে সামাজিক মাধ্যমে ফলোয়ার সংখ্যায়ও এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে ৪ দশমিক ৭৩ মিলিয়ন ফলোয়ার। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজটিতে রয়েছে ৩ মিলিয়ন ফলোয়ার।

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) পেজটিতে রয়েছে ১ দশমিক ৪ মিলিয়ন ফলোয়ার।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন ফলোয়ার। গণ অধিকার পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে ৯৯ হাজার ৮০০ ফলোয়ার রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X