সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক বোর্ডের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
প্রধানমন্ত্রীর কার্যালয়, ইসলামাবাদ, পাকিস্তান
expand
প্রধানমন্ত্রীর কার্যালয়, ইসলামাবাদ, পাকিস্তান

পাকিস্তান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত আজ সোমবার নেওয়া হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত জানাবেন।

রোববার লাহোরে বিশ্বকাপের জন্য নির্বাচিত খেলোয়াড় ও দলের পরিচালকদের সঙ্গে বৈঠক করে নাকভি বলেন, পাকিস্তান সবসময় ক্রিকেটের নীতি ও ন্যায়ের পক্ষে ছিল। বাংলাদেশকে সমর্থন করাও সেই নীতিরই অংশ। তিনি আইসিসির ‘দ্বৈত নীতি’ মানেন না বলে সাফ জানিয়ে দেন।

সম্প্রতি আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দিয়েছে। কারণ, নিরাপত্তার উদ্বেগে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকার করেছিল। আইসিসি তাদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরাতে রাজি হয়নি। এই সিদ্ধান্তকে পাকিস্তান ‘অন্যায় ও দ্বৈত নীতি’ বলে মনে করছে।

নাকভি বলেন, “কোনো দেশ অন্য দেশের ওপর শর্ত চাপাতে পারে না। ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখতে হবে।” তিনি আরও যোগ করেন, রাজনীতির কারণে ক্রিকেটের ক্ষতি কারও জন্যই ভালো নয়। সবাইকে ক্রিকেটের নিয়ম মেনে চলতে হবে।

পাকিস্তান দলের খেলোয়াড়রা পিসিবির এই অবস্থানকে পুরোপুরি সমর্থন করেছেন। তারা বলেছেন, বোর্ড যে সিদ্ধান্ত নেবে, সেটাই তারা মেনে নেবেন। নাকভি খেলোয়াড়দের প্রস্তুতি, লড়াইয়ের মানসিকতা ও দলগত চেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, সাফল্য আসবে দলের একতা ও দক্ষতা থেকেই।

পিসিবি ইতিমধ্যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। অধিনায়ক সালমান আলী আগা। দলে আছেন বাবর আজম, ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খানসহ তারকা খেলোয়াড়রা।

ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করছে। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। স্কটল্যান্ডকে গ্রুপে রাখা হয়েছে, তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে খেলবে।

আজকের বৈঠকের পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায় পাকিস্তান খেলবে, নাকি বয়কট করবে?

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X