

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মহিলা জামায়াত ও ছাত্রী সংস্থার নারী কর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে এলে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া—এমন অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আব্দুস সামাদ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ওই জনসভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও তাঁর স্বামী হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
পাপিয়া বলেন, ‘জামায়াতে ইসলাম মা-বোনদের কাছে যাচ্ছে। ছোট ছোট পুস্তিকা নিয়ে যাচ্ছে, কোরআন শরীফ নিয়ে গিয়ে তাদেরকে দুই-চারটা হাদিসের কথা বলছে। বয়ান করার সাথে সাথেই বলে, হে আমার মা-বোন, জান্নাতুল ফেরদৌস পেতে গেলে দাঁড়িপাল্লায় ভোট মারো। ছো ছো ছো...। এই বলে কিন্তু মহিলাদের কাছে গিয়ে ওয়াজ-নসিহত করে দিচ্ছে। আর আমার ভোলা-ভালা মা-বোনেরা একবার ডাইনে তাকায়, বামে তাকায়, কেউ কেউ কোরআন ছুঁইছে (ছোঁয়), কেউ কেউ ভয়ে ভয়ে বলছে— বাড়িতে আমার স্বামী আসল গে, বাপ আসল গে, বলে পিছন থেকে দে দৌঁড়।’
বিএনপি নেত্রী বলেন, ‘এরা (জামায়াত) এইভাবে ওয়াজ করছে। এদের কোন ইসলামিক জ্ঞান নাই। কোন ইসলামিক দীক্ষা নাই। কোন ইসলামিক রিসার্চ নাই। কোন ইসলামিক থিসিস নাই। হুদায় হুদায় আমার ধর্মপ্রাণ মুসলমান মা-বোনদেরকে এরা কোরআন শরীফ দিয়ে দাঁড়িপাল্লায় ভোট ছোঁয়ায়, শপথ করাতে চায়। তার আইডি কার্ড চায়, বিকাশের নাম্বার চায়।’
পাপিয়া আরও বলেন, ‘আমি মা-বোনদেরকে বলছি, ১২ তারিখে ভোটের আগ পর্যন্ত জামায়াতে ইসলামের, ছাত্রী সংস্থার মহিলা কর্মীরা আপনাদের বাসায় গেলে ৯৯৯-এ ফোন দিবেন, পুলিশ ডাকবেন, ধরায় দিবেন। ঝামেলা শেষ। ওই বয়ান করার সুযোগ আর পাবে না।’
নির্বাচনী সভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

