বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর-১: মজিবুর রহমানের নির্বাচনী র‍্যালিতে মানুষের ঢল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম
গাজীপুর-১: মজিবুর রহমানের নির্বাচনী র‍্যালিতে উপচেপড়া মানুষের ঢল
expand
গাজীপুর-১: মজিবুর রহমানের নির্বাচনী র‍্যালিতে উপচেপড়া মানুষের ঢল

গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মজিবুর রহমানের নির্বাচনী র‍্যালিতে উপচেপড়া মানুষের ঢল নেমেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ র‍্যালিকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি দীর্ঘ অংশ জনসমুদ্রে পরিণত হয়।

দলের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও আশপাশের এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে দুপুর থেকেই র‍্যালিস্থলে জড়ো হতে থাকেন। র‍্যালি শুরুর কিছুক্ষণের মধ্যেই মহাসড়কের দুই পাশজুড়ে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে।

র‍্যালিতে অংশ নিয়ে প্রার্থী মজিবুর রহমান বলেন, গাজীপুর-১ আসনের মানুষের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করেছি। আবারও সুযোগ পেলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।

নেতাকর্মীদের দাবি এটি ছিল স্বতঃস্ফূর্ত জনসমাগম, যা প্রমাণ করে এই আসনে জনগণ পরিবর্তন চায়।

র‍্যালির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পুলিশ ও স্বেচ্ছাসেবক দল পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে। পুরো র‍্যালি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

স্থানীয়দের মতে, নির্বাচনী মাঠে এ জনসমাবেশ আগামী দিনের ভোটযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X