

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফেনীর দাগনভূঞা থেকে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন (৪৭)কে গরু চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে দাগনভূঞা ও কোম্পানীগঞ্জ থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
বুধবার (২২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ।
আলাউদ্দিন দাগনভূঞা পৌর এলাকার উত্তর শ্রীধরপুর এলাকার মজিবুল হকের ছেলে এবং তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর গভীর রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া খুশিপুর এলাকায় দুটি বাড়ি থেকে ছয়টি গরু চুরি হয়। মঙ্গলবার রাতেই আলাউদ্দিনকে পৌর এলাকার উত্তর শ্রীধরপুর থেকে গ্রেপ্তার করা হয়।
আলাউদ্দিনের স্ত্রী শিরিন আক্তার দাবি করেন, তার স্বামীকে রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, “বিগত সরকারের সময়ে ভিন্ন মতের কারণে স্বামীর বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছিল, যা জামিনে আছে। এখন দলের কেউ প্রতিহিংসার কারণে নতুন গরু চুরির মামলায় তাকে ফাঁসিয়েছে।”
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, “যদি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা সত্যি হয়, তবে অবশ্যই তার বিচার হোক। আইন সবার জন্য সমান। বিষয়টি জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের অবহিত করা হবে।”
দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ পুনর্বার জানান, আলাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
