শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদ নিয়ে আমরা রাজনীতি না করি: বিএনপি নেতা বজলুল

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:১৯ এএম
নোয়াখালীর নেয়াজপুরে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বজলুল করিম
expand
নোয়াখালীর নেয়াজপুরে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বজলুল করিম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, মসজিদকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ বা সংঘর্ষ কাম্য নয়।

তিনি উল্লেখ করেন, নোয়াখালীতে জামায়াত-শিবিরের দলীয় কর্মসূচির কারণে বিএনপি ও জামায়াতের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, তা উচিত হয়নি।

মঙ্গলবার (২১ অক্টোবর) নোয়াখালীর নেয়াজপুরে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বজলুল করিম বলেন, “মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড বা সংঘর্ষ আমরা চাই না। দেশের গণতন্ত্রে স্থায়িত্ব রাখতে আমাদের সকল রাজনৈতিক দলকে সংযম ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে যারা সঙ্গে ছিলেন, তাদের মধ্যে বিবাদ হলে তা ফ্যাসিস্টদের সুযোগ দেবে। বিএনপি শান্তিপ্রিয় দল, গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য অঙ্গীকারবদ্ধ। নেতাকর্মীরা সর্বোচ্চ ধৈর্য ধরে চলবেন, তবে নিজেদের রক্ষা ও প্রতিরোধ করার অধিকার অবশ্যই রাখবেন।”

বজলুল করিম জানান, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে। জনগণ যদি ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করেন, আমরা নিশ্চিত করব জনগণের অধিকার সুরক্ষিত হচ্ছে।”

এর আগে, বজলুল করিম স্থানীয় নেতাকর্মীদের বাড়িতে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, ১৯ অক্টোবর নোয়াখালীর নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে জামায়াত-শিবিরের দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষ ঘটে, এতে দুইপক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন